চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে যা জানালেন প্রধান নির্বাচক

| আপডেট :  ০৯ জানুয়ারি ২০২৫, ১২:১৫  | প্রকাশিত :  ০৯ জানুয়ারি ২০২৫, ১২:১৫

গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমোদন না পাওয়ায় তা সম্ভব হয়নি। ভারত সিরিজের পর বাংলাদেশের খেলা তিনটি সিরিজেই তিনি দলের বাইরে ছিলেন। এমনকি চলমান বিপিএলেও তার খেলা হচ্ছে না। এ পরিস্থিতিতে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে তার অংশগ্রহণ নিয়ে বড় শঙ্কা দেখা দিয়েছে।

জাতীয় দলের বাইরে দীর্ঘ সময় ধরে থাকা সাকিব সম্প্রতি বোলিং নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। এ নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে সাকিবকে অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

বুধবার (৮ জানুয়ারি) সিলেটে নির্বাচক কমিটির সঙ্গে দুই দফা আলোচনার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, সাকিবের ব্যাপারে কোনো নির্দিষ্ট নির্দেশনা আমরা পাইনি। পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারাটা আমাদের জন্য একটু বিস্ময়কর।

গত ডিসেম্বরের শুরুতে লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। কিন্তু পরীক্ষায় তার কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকানোর প্রমাণ পাওয়া যায়, যা আইসিসির নিয়ম অনুযায়ী অনুমোদিত নয়। এর ফলে তিনি বোলিং নিষেধাজ্ঞার আওতায় পড়েন।

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে সম্প্রতি ভারতের একটি ল্যাবে পরীক্ষা দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তবে এ পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি। ফলাফল প্রকাশিত হওয়ার পরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সাকিব ভক্তদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। বোলিং নিষেধাজ্ঞার বিষয়টি সমাধান হলে জাতীয় দলে তার ফিরে আসার সম্ভাবনা উজ্জ্বল হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত