কেরানীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক
ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাটিয়া ইউনিয়নের কাঠালতলী শুঁটকির টেক এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত যুবক একজন অটোরিকশা চালক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এলাকাবাসীর মতে, কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে সম্প্রতি ছিনতাই ও হত্যার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
কলাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরু মিয়া বলেন, “এলাকার বিস্তৃত পরিসরের তুলনায় আমাদের জনবল এবং যানবাহনের অভাব রয়েছে। এ কারণে নিয়মিত টহল দিতে আমাদের সমস্যা হচ্ছে।”
কেরানীগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতির কারণে স্থানীয়রা নিরাপত্তার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশের টহল জোরদার এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন তারা।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত