কেরানীগঞ্জে আমান উল্লাহ আমানের জন্মদিন পালন

| আপডেট :  ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৫১  | প্রকাশিত :  ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৫১

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: আজ ২৫ জানুয়ারী, শনিবার, কেরানীগঞ্জে উদযাপিত হলো সাবেক ডাকসু ভিপি, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান-এর জন্মদিন।

কেরানীগঞ্জের বিভিন্ন স্থান থেকে মানুষ এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করেছেন। তারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন।

জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেরানীগঞ্জের রাজনৈতিক নেতা, কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা আলহাজ্ব আমান উল্লাহ আমান-এর নেতৃত্ব, ত্যাগ এবং রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতি তাদের ভালোবাসার প্রকাশ করেছেন।

এছাড়াও, দিনব্যাপী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কেক কাটা, দোয়া মাহফিল এবং গরীব-দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আমান উল্লাহ আমান তার জন্মদিনে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘কেরানীগঞ্জবাসীর ভালোবাসা আমার জীবনের বড় প্রাপ্তি। আপনাদের এই ভালোবাসা আমাকে শক্তি যোগায়, দায়িত্ববোধ বাড়ায়।’

কেরানীগঞ্জের মানুষের আশা, তার নেতৃত্বে এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে এবং তিনি দেশের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত