কুয়াকাটায় নির্মাণ কাজ শেষের আগেই ধসে পড়ল সেতু
ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: পটুয়াখালীর কুয়াকাটায় দোভাষীপাড়া খালের উপর নির্মাণাধীন সেতু ঢালাইয়ের ২৩ দিনের মাথায় ধ্বসে খালে পড়েছে। আজ রোববার সকাল ৮ টায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জানা গেছে, ২ কোটি ২৬ লক্ষ ১৫ হাজার টাকা ব্যয়ে এই সেতুটির নির্মাণ কাজ চলছিলো। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করায় সেতুটির অবস্থা এমন হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। স্থানীয় বাসিন্দা সোহরাব হোসেন বলেন, সকাল ৮ টার দিকে বিকট শব্দ শুনতে পাই। পরে বাহিরে নেমে সেতুর কাছে গিয়ে দেখি সেতু ভেঙে খালে পড়ে আছে।
তিনি আরও বলেন, পুরো সেতুর মধ্যে কোথাও কোনো পিলার দেয়া হয়নি। হয়তো এজন্যই সেতুটি ভেঙে পড়ে গেছে।
সাইফুল নামের আরেক বাসিন্দা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ইট, বালু, রড, সিমেন্ট এবং সেতুতে পিলার না বসানোয় উদ্বোধনের আগেই সেতুটির এমন অবস্থা হয়েছে। সরকারের কোটি টাকার এমন উন্নয়ন প্রকল্পে অনিয়ম মেনে নেয়া যায় না। তাই এদের ঠিকাদারি লাইসেন্স বাতিল এবং জরিমানা করা উচিত সরকারের।
ঠিকাদারি প্রতিষ্ঠান খাঁন ট্রেডার্সের পরিচালক আল মামুন জানান, সেতুতে গার্ডার বসানোর সময় হাইড্রোলকি জ্যাক বিকল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে কাজে কোনো ধরণের অনিয়ম হয়নি বলে দাবি করেন তিনি।
কলাপাড়া উপজেলা এলজিইডির কর্মকর্তা মোহর আলী জানান, সেতু ভাঙার বিষয়টি জেনেছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত