কেরাণীগঞ্জে যুবক অপহরণ ও মুক্তিপণ দাবি: র‌্যাব-১০ এর অভিযানে ৫ অপহরণকারী গ্রেফতার

| আপডেট :  ১৩ এপ্রিল ২০২৫, ০৭:২৪  | প্রকাশিত :  ১৩ এপ্রিল ২০২৫, ০৭:২৪

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে পাঁচজন অপহরণকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন অপ্রাপ্তবয়স্ক বলে জানা গেছে।

র‌্যাব সূত্রে জানা যায়, অদ্য ১৩ এপ্রিল ২০২৫ তারিখ সকালে ভিকটিম মো. মোস্তাকিম চৌধুরী (২৬) কেরাণীগঞ্জের খেজুরবাগ এলাকায় নিজ বাসা থেকে প্রতিদিনের ন্যায় কাজে বের হন। সকাল ৮টার দিকে মোস্তাকিমের স্ত্রী মোসা. মৌসুমি (২১) স্বামীর মোবাইল নম্বর থেকে একটি কল পান। ফোনে অজ্ঞাত এক ব্যক্তি তাকে ভয়ভীতি প্রদর্শন করে কেরাণীগঞ্জের মুহুরীপট্টির আজিজ বেকারীর সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়।

পরবর্তীতে তিনি মোবাইল ফোনে অপহরণকারীদের অন্যতম সদস্য রমজান ওরফে রঞ্জুর সঙ্গে যোগাযোগ করে মুহুরীপট্টির একটি পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় উপস্থিত হন। সেখানে রমজানসহ অন্যান্য অপহরণকারীরা ভিকটিমকে তার স্ত্রীর সামনেই বেধড়ক মারধর করে এবং দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

ভিকটিমের স্ত্রী কৌশলে অপহরণকারীদের কাছ থেকে বেরিয়ে এসে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নম্বর: ২৫, তারিখ: ১৩/০৪/২০২৫, ধারা: ৩৬৪/৩৬৫ দণ্ডবিধি)।

পরবর্তীতে র‌্যাব-১০ ভিকটিমকে উদ্ধার এবং জড়িত অপহরণকারীদের গ্রেফতারে অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে মুহুরীপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১০। অভিযানে অপহরণে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:

১। মো. রমজান ওরফে রঞ্জু (৩৭), পিতা- ফজলু হাওলাদার
২। মো. মিরাজ (২১), পিতা- মো. ইউনুস
৩। মো. মাহিম (২৫), পিতা- আব্দুল হোসেন
৪। মো. রোহান (১৭), পিতা- আব্দুল হালিম
৫। মো. সাগর (১৪), পিতা- মো. আকরাম
তারা সকলেই চুনকুটিয়া আমিনপাড়া, দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকার বাসিন্দা।
র‌্যাব-১০ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত