রেস্টুরেন্টে রেস্টুরেন্টে চলছে গোপন বিয়ে
সিলেটে করোনার কারণে কমিউনিটি সেন্টার বন্ধ রাখলেও চাইনিজসহ কিছু কিছু রেস্টুরেন্টে গোপনে বিয়ের আয়োজন হচ্ছে। এজন্য খেসারতও দিতে হচ্ছে। রোববার তিনটি গোপন বিয়ে আয়োজনের খবর পায় প্রশাসন। পরে অভিযান চালিয়ে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে হোটেল ভ্যালি গার্ডেন কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন জানান, স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অনুষ্ঠান আয়োজনের দায়ে হোটেল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে নগরীর পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সের ৫ তলায় অবস্থিত গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্টে একসঙ্গে দুটি বিয়ের আয়োজনের খবর পেয়ে সেখানে অভিযান চালায় প্রশাসন। আইন লঙ্ঘনের দায়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে করা হয় ৫০ হাজার টাকা জরিমানা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত