দুমকি থানায় কম্পিউটার অপারেটরের মৃত্যু

| আপডেট :  ২৮ জুন ২০২১, ০৪:৪১  | প্রকাশিত :  ২৮ জুন ২০২১, ০৪:৩৮

জুবায়ের ইসলাম সোহান, দুমকি, পটুয়াখালী থেকে: পটুয়াখালীর দুমকি থানায় আগত কম্পিউটারে পারদর্শী নিরঞ্জন মালী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

দুমকি থানা সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮ টায় নিরঞ্জন মালী থানায় এসে অনেক রাত পর্যন্ত কম্পিউটারে কাজ করে ফোর্স ব্যারাকে ঘুমিয়ে ছিলো, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঘুম থেকে না উঠায় তাকে উঠানোর চেষ্টা করা হয়। পরে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ডাক্তার এসে তাকে মৃত্যু ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশের ধারনা হৃদযন্ত্র ক্রিয়াবন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

মৃত নিরঞ্জন মালীর বাড়ী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের নিরুদ মালীর ছেলে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত