পটুয়াখালীতে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৯

| আপডেট :  ৩০ জুন ২০২১, ০৭:৫৪  | প্রকাশিত :  ৩০ জুন ২০২১, ০৭:৫৪

ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালীতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৯ জনসহ মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৬৫ জন। বুধবার দুপুরে পটুয়াখালী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয় টি নিশ্চিত করেছেন। মৃতরা হচ্ছেন- মোঃ বাদল খান (৫০) ও হোসেনয়ারা (৩৯)।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম শিপন বলেন, সোমবার দুপুর ২ টায় গলাচিপা উপজেলার ডাকূয়া এলাকার বাসিন্দা মোঃ বাদল খান (৫০) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ওই দিনই তার নমুনা সংগ্রহ করা হয়। আইইডিসিআর এর সর্বশেষ তথ্য অনুসারে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া মঙ্গলবার রাত সাড়ে আটটায় কুয়াকাটা পৌর মহিলা কাউন্সিলর হোসনেয়ারা বেগম (৩৯) করোনাক্রান্ত হয়ে মারা গেছন। সোমবার তিনি করোনায় আক্রান্ত হন। পরে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে জেলায় মৃত্যুর সংখ্যা বেরে দাঁড়িয়েছে ৫৭ জনে।

তিনি আরো বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় সদরে ১ জন, কলাপাড়ায় ২ জন, গলাচিপায় ১ জন, মির্জাগঞ্জে ১ জন, বাউফলে ২ জন ও দশমিনায় ২ জন শনাক্ত হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেরে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৫ জনে। এ পর্যন্ত পরিপূর্ণ সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছে ২ হাজার ২৯৭ জন। কভিড শুরু থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে মোট-২২ হাজার ৩৯৭ টি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত