ইউরোর এক ম্যাচ দেখতে ৪৭ লাখ টাকা খরচ করছেন তারা!
বেলজিয়াম না ইতালি? স্পেন না সুইজারল্যান্ড? আজ রাতে এই চার দলের দুটি বিদায় নেবে ইউরো ২০২০ থেকে। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে জার্মানির মিউনিখে রাত ১টায় ইতালির মুখোমুখি হবে বেলজিয়াম। তার আগে রাত ১০টায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে স্পেনের বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ড।
পর দিনই কোয়ার্টার ফাইনালে আজারবাইজানের বাকুতে ডেনমার্কের মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। আর নিজ দেশের খেলা দেখতে ৪৭ লাখ টাকার বেশি খরচ করতে রাজি ডেনমার্কের ছয় ফুটবলপ্রেমী!
এবারের ইউরোয় গ্রুপপর্বে শেষ ম্যাচে রাশিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ডেনমার্ক। ডেনিশদের চোখেমুখে এখন ’৯২-এর স্মৃতি। ওই বছর সবাইকে অবাক করে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
কিন্তু সমস্যা যেখানে, ডেনমার্ক থেকে আজারবাইজানের দূরত্ব প্রায় চার হাজার কিলোমিটার। এতদূরে উড়ে গিয়ে সরাসরি মাঠে খেলা দেখা ব্যয়বহুল।
তবে নিজ দেশের খেলা দেখতে পকেটের তোয়াক্কা করেন না ডেনিশ ফুটবলপ্রেমীদের অনেকেই। সেই সুযোগটাই লুফে নিয়েছে ডেনমার্কের প্রতিষ্ঠান হার্নিং হেলিকপ্টারস।
নিজেদের ফেসবুক পেজে আজারবাইজানে গিয়ে খেলা দেখার একটি প্যাকেজ ছাড়ে হার্নিং হেলিকপ্টারস। এরই মধ্যে ছয়জনের কাছে ‘রাউন্ড ট্রিপ’ (যাওয়া-আসা) বিক্রি করেছে তারা।
প্রতি প্যাকেজের মূল্য ৪৭ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ৪৭ লাখ ১০ হাজার টাকা!
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত