জামালপুরে নতুন করোনায় শনাক্ত ৮০জন, মৃত্যু ৪

| আপডেট :  ০৭ জুলাই ২০২১, ০৪:৫৪  | প্রকাশিত :  ০৭ জুলাই ২০২১, ০৪:৫৪

শাজ্জাদুল আলম, জামালপুর থেকে: জামালপুরে প্রতিদিন বেড়েই চলছে করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা, সেই সাথে যুক্ত হচ্ছে নতুন নতুন মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় সর্বোচ্চ ৮০ জনের শরীরে করোনা শনাক্ত ও চার জনের মৃত্যু হয়েছে। বুধবার ( ৭ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জান ডা. প্রণয় কান্তি দাস বিষয়টি বিডি২৪লাইভ’কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাস ১৯.৫২ শতাংশ থেকে বেড়ে ২৫.৭২ হয়েছে। যা গতকালের তুলনায় আজ ৬.২ শতাংশ বেশি হয়েছে । জামালপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে এবং রেপিড এন্টিজেনে ৩১১টি নমুনা পরীক্ষায় ৮০ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এর মধ্যে সদরে ৪২, সরিষাবাড়িতে ৯, বকশিগঞ্জে ১২, মাদারগঞ্জে ৯,দেওয়ানগঞ্জে ৪,ইসলামপুর ও মেলান্দহ উপজেলায় ২জন। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩২১৮জন। সুস্থ হয়েছেন ২হাজার ৫৬৯জন।

এছাড়াও গত২৪ ঘন্টায় মেলান্দহ উপজেলার,মজিবুর রহমান (৮০), সদরে মুক্তিযোদ্ধা আব্দুর রইফ( ৯০), আব্দুল মোতালেব (৫৫) ও সরিষাবাড়ি উপজেলার মোজাম্মেল (৭৫)বছর বয়সী মারা যান। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ৫৮জনের। জেলায় জ্বর সর্দি,কাশি করোনার উপসর্গ অনেক বেড়ে গেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত