বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত

| আপডেট :  ০৭ জুলাই ২০২১, ০৬:৩৪  | প্রকাশিত :  ০৭ জুলাই ২০২১, ০৬:৩৪

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল থেকে সব ব্যাংকে এ নির্দেশনা পাঠানো হয়। এতে তাৎক্ষণিকভাবে এ স্থগিতের আদেশ কার্যকরের নির্দেশ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর বন্ধ রাখতে বলা হয়েছে।

এনবিআরের জনসংযোগ দপ্তর সূত্র জানায়, সিআইসি থেকে দেওয়া চিঠি বাংলাদেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সরকারি রাজস্ব স্বার্থ সংরক্ষণের স্বার্থে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১১৬ এ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ব্যাংকে পরিচালিত সব হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরাধ করা হলো।

উল্লেখ্য, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দখল করে সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত পি কে হালদারকে সহযোগিতার অভিযোগ রয়েছে সুর চৌধুরীর বিরুদ্ধে। পি কে হালদারের বিভিন্ন আর্থিক অনিয়ম চাপা দিতেন বলেও অভিযোগ আছে তার বিরুদ্ধে।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি এস কে সুর চৌধুরী ও তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট তলব করে এনবিআর।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত