ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি আর নেই

| আপডেট :  ০৭ জুলাই ২০২১, ০৭:৫৮  | প্রকাশিত :  ০৭ জুলাই ২০২১, ০৭:৫৮

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল করিম শহীদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার রাতে সেখানেই তার মৃত্যু হয়। এনামুল করিম শহীদের বয়স হয়েছিল ৭১ বছর।

১৯৭৯ সালের ১ জানুয়ারি কাজী আসাদকে আহ্বায়ক করে জাতীয়তাবাদী ছাত্র দল গঠন করা হয়। সেই কমিটিতে এনামুল করীম শহীদ ছিলেন যুগ্ম আহ্বায়ক।
প্রতিষ্ঠার বছরই আহ্বায়ক কমিটি ভেঙে এনামুল করিম শহীদকে সভাপতি এবং আকম গোলাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

টাঙ্গাইলে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন এনামুল করিম শহীদ। স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন তিনি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত