করোনা টিকার দুটি ডোজই নিয়েছেন সু চি

| আপডেট :  ০৭ জুলাই ২০২১, ০৯:২৭  | প্রকাশিত :  ০৭ জুলাই ২০২১, ০৯:২৭

মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রধান অং সান সু চি করোনা টিকার দুটি ডোজই গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। তবে ৭৬ বছর বয়সী সু চি কবে, কোথায় টিকা নিয়েছেন বা তাকে কোন টিকা দেওয়া হয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। এ ছাড়া জান্তা সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি। মিয়ানমারে সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ বেড়েছে। দেশটির সঙ্গে সীমান্ত থাকায় চীনেও সংক্রমণ বাড়তে শুরু করেছে। মিয়ানমারের বর্তমান জনসংখ্যা ৫ কোটি ৪০ লাখ। এর মধ্যে মাত্র ২ দশমিক ৮ শতাংশ মানুষ টিকা নিয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত ৩৫ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে দেশটিতে।

গত ১ ফ্রেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সামরিক জান্তা সরকার ক্ষমতা দখলের এক সপ্তাহ পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদে নামে সাধারণ মানুষ। সেখানে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবার দাবি জানিয়ে বিক্ষোভ করে আসছে। এমন পরিস্থিতিতে দেশটির স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরাও রাজপথে নেমেছিলেন। ফলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এর মধ্যেই করোনা সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে পড়েছে। সূত্র : বিবিসি

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত