প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন রওশন এরশাদ

| আপডেট :  ১১ জুলাই ২০২১, ১০:৪৮  | প্রকাশিত :  ১১ জুলাই ২০২১, ১০:৪৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। আজ রোববার (১১ জুলাই) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা রোববার দুপুরে বিরোধীদলীয় নেতার পক্ষে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজুর কাছে গণভবন কমপ্লেক্সের বাসভবনে এই শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

এর আগে, গত ৬ জুলাই বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২১ জুলাই (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত