সালিশ বৈঠকে কিশোরীকে বিয়ে: সেই ইউপি চেয়ারম্যানসহ ১৯ জনের শপথ গ্রহণ
ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: পটুয়াখালী বাউফলের সেই আলোচিত (ইউপি) চেয়ারম্যান সলিশ বৈঠকে কিশোরীকে জোরপূর্বক বিয়ে করা শাহীন হাওলাদারসহ প্রথম দফায় নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক সম্মেলনকক্ষে জেলার নবনির্বাচিত ১৯ জন চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
শপথবাক্য পাঠ শেষে তিনি জানান , নির্বাচনের সময় যারা আপনাদের প্রতিদ্বন্দ্বি প্রার্থীর পক্ষে ছিলো তাদের সাথে কোন ধরনের অমানবিক আচারন কারা যাবে। ইউপি চেয়ারম্যানদের সরকারি বিধি-বিধান মেনে মানুষের কল্যাণে কাজ করতে হবে। পরে ১৯ জন ইউপি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেনে জেলা প্রশাসক।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিএম সরফরাজ এর সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, গলাচিপা উপজেলার চেয়ারম্যান মোঃ শাহিন সাহা ও পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ জেলা প্রশাসনের অন্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
২১ জুন প্রথম ধাপে পটুয়াখালী জেলার চার উপজেলার ১৯ ইউনিয়নের ১৬ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থীত ও ৩ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত