গত ২৪ ঘণ্টায় ৮১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

| আপডেট :  ১৫ জুলাই ২০২১, ০৯:৩০  | প্রকাশিত :  ১৫ জুলাই ২০২১, ০৯:২৯

করোনা মধ্যেই দেশে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হন।

চলতি মাসের ১২ দিনে মোট রোগী ভর্তি হয়েছেন ৬২৩ জন। জুনে ২৭১ জন আক্রান্ত হন এবং মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ৮১ জনসহ এ বছর মোট ৯৯৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন ঢাকার বাইরের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে, বর্ষাকাল শুরু হওয়ার পর দেশে মশাবাহিত রোগটির প্রাদুর্ভাব বাড়ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে অনেক সুস্থ হলেও, ঢাকার বিভিন্ন হাসপাতালে এখনও ৩০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ভর্তি আছেন একজন। শুধু ঢাকা বিভিন্ন হাসপাতালে গতকাল বুধবার ২৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত