বিয়ের অনুষ্ঠানে মাজিস্ট্রেট, খাবার গেল এতিমখানায়
ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: পটুয়াখালীর দুমকিতে কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় কনের বাবাকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার কার্ত্তিকপাশা গ্রামের হাওলাদার বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
নির্বাহী মাজিস্ট্রেট জানান, শুক্রবার দুপুরে উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের সেলিম হাওলাদার মেয়ের বিয়ের আয়োজন করেন। ওই বিয়ের অনুষ্ঠানে এলাকার প্রায় দুই শতাধিক মানুষকে দাওয়াত করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচার বসিয়ে কনের বাবাকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিয়ের অনুষ্ঠানের অর্ধেক খাবার ঐ এলাকার একটি এতিমখানায় শিশুদের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত