কঠোর লকডাউনে রাজধানীর সড়কে যানবাহনের চাপ

| আপডেট :  ২৫ জুলাই ২০২১, ০৭:০৯  | প্রকাশিত :  ২৫ জুলাই ২০২১, ০৭:০৯

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোরতম বিধিনিষেধ আরোপ করে সরকার। তবে কঠোর লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর সড়কে যানবাহনের চাপ বেড়েছে। আজ রোববার (২৫ জুলাই) সকাল থেকে এ কারণে বিভিন্ন চেকপোষ্টে তল্লাশিও বেড়ে যায়। সরেজমিন এসব চিত্র দেখা যায়।

জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হয়ে পুলিশের হাতে জরিমানা দিয়েও কিছু যানবাহন চলাচল করছে। অনেক স্থানে পুলিশের চেকপোস্ট ঢিলেঢালা থাকায় অবাধে মানুষ চলাচল করছেন। আব্দুল রহমান নামে একও ব্যাংকের কর্মকর্তা ব্যক্তিগত গাড়ি নিয়ে উত্তরা যাওয়ার পথে পুলিশের চেকপোস্টে আটকা পড়েন। বাইরে বের হওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, রোববার থেকে ব্যাংক খুলেছে। সকালে অফিসে আসলেও এখন জরুরি কাজে মতিঝিল যাচ্ছেন। পরে তাকে যেতে দেয়া হয়।

এদিকে রাজধানীর খিলগাঁও, তালতলা, আগারগাঁও, শ্যামলী, কল্যাণপুর, মতিঝিল, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, টিকাটুলি, কাকরাইল, গুলিস্তানসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্যদিনের তুলনায় এদিন ব্যক্তিগত মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও রিকশার চলাচল বেড়েছে। অনেকেই প্রয়োজনীয় কাজ করতে গাড়ি নিয়ে বের হয়েছেন। যানবাহনগুলো কি কারণে বের হয়েছে তার জবাব চাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

এসব এলাকার প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়ে প্রতিটি গাড়ির ড্রাইভার কিংবা ভেতরে থাকা যাত্রীকে বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছিলেন। কেউ কেউ সন্তোষজনক বা উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে পারলে তাকে ছেড়ে দেওয়া হয়। আর যারা দিতে পারছিলেন না তাদের যেখান থেকে এসেছেন সেখানে ফেরত কিংবা অবস্থা বিবেচনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে নাজমুল নামে একজন বেসরকারি চাকরিজীবী
মোটরসাইকেল চালিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসছিলেন অফিসের কাজে। তেজগাঁও এসে পুলিশের চেকপোস্টে আটকানো হয়। দায়িত্বরত পুলিশ মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র চাইলে রেজিস্ট্রেশন কার্ড দেখাতে না পারায় ১২০০ টাকার মামলা দায়ের ও নগদ আদায় পরে পুলিশ।

এর আগে করোনা সংক্রমণ কমাতে ১ থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। ঈদুল আজহার কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল হয়। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোরতম বিধিনিষেধ আরোপ করে সরকার।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত