‘ঘর ভাঙছে’ জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীলের

| আপডেট :  ২৫ জুলাই ২০২১, ০৯:৩৩  | প্রকাশিত :  ২৫ জুলাই ২০২১, ০৯:৩৩

বেশ কিছুদিন ধরেই টালিউডের জনপ্রিয় নায়ক ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিস্তের ঘর ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছিল। নানা মাধ্যমে কথা হলো উঠলেও বিয়ে ভাঙ্গার কথা স্বীকার করেননি এই তারকা দম্পতি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ফলো-আনফলো করা নিয়ে ফের তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জনে সরগরম বলি ও টলিপাড়া।

ভারতীয় গণমাধ্যম বলছে, ইনস্টাগ্রামে স্বামী ইন্দ্রনীলকে আনফলো করে দিয়েছেন স্ত্রী বরখা বিস্ত। ফলে ইন্দ্রনীল-বরখার বিচ্ছেদের বিষয়টি সামনে উঠে এসেছে।

এদিকে স্বামী ইন্দ্রনীল এখনও স্ত্রীকে ফলো করছেন। প্রোফাইলেও স্ত্রীর সঙ্গে ছবি রয়েছে। তবে বরখা ও ইন্দ্রনীল দুজনেই ইনস্টাগ্রাম গত ৬০ দিনে পরস্পরের কোনও ছবি আপলোড করেননি।

সবকিছু মিলিয়ে প্রশ্ন উঠেছে, ইন্দ্রনীল-বরখার দাম্পত্য জীবন নিয়ে। শোনা যাচ্ছে ইন্দ্রনীল-বরখা নাকি এক ছাদের তলায়ও থাকছেনও না। বরখা থাকছেন বাবা-মায়ের সঙ্গে। তাঁদের মেয়ে মাইরা থাকছেন মায়ের সঙ্গেই। ফলে অনেকেই ধারণা করছেন যে, ভেঙ্গে যাচ্ছে ইন্দ্রনীল-বরখার ১৩ বছরের সংসার।

এদিকে গুঞ্জন উঠেছে, অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে অভিনেত্রী ইশা সাহা চুটিয়ে প্রেম করছেন। সাম্প্রতিক সময়ে ‘তরুলতার ভূত’ ছবিতে কাজ করতে গিয়েই নাকি প্রেমে পড়েছেন ইন্দ্রনীল ও ইশা। তবে দুইজনই তাদের এই সম্পর্কের ব্যাপারে মিডিয়ার সামনে কিছু বলেননি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত