লকডাউনে অমান্য করে বিয়ে, বর-কনে উভয় পরিবারকে জরিমানা
ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: মহামারী করোনা ভাইরাস রোধে ঘোষিত ‘লকডাউন’ উপেক্ষা করে মির্জাগঞ্জে বিয়ের আয়োজন করায় বর ও কনে উভয় পরিবারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রামের মৃত.বাদল তালুকদারের ছেলের মেয়ের অনুষ্ঠান আয়োজন করেন। খবর পেয়ে উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ রায়হানুজ্জামান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মেয়ের মা শিউলী বেগমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই ভাবে বরের বাবা উত্তর সুবিদখালী গ্রামের হাবিবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ রায়হানুজ্জামান বলেন, করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এদিকে সরকারি কঠোর বিধি-নিষেধের তোয়াক্কা না করে তারা বিয়ের আয়োজন করেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিয়ের অনুষ্ঠানে গিয়ে বন্ধ করি। সেই সঙ্গে ওই এলাকার লোকজনকে সতর্ক করি, ভবিষ্যতে যেন আর সরকারি বিধি-নিষেধ অমান্য করে বিয়ে, জন্মদিনসহ অন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করা না হয়।
অন্যদিকে নিষেধাজ্ঞা অমান্য করায় একইদিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস ৪ জনের বিরুদ্ধে মামলাসহ ভ্রাম্যমান আদালতে মোট ৯ হাজার টাকা জরিমানা করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত