পটুয়াখালীতে একদিনে সর্বোচ্চ ১০৬ জনের করোনা শনাক্ত

| আপডেট :  ২৫ জুলাই ২০২১, ১১:৪২  | প্রকাশিত :  ২৫ জুলাই ২০২১, ১১:৪২

ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সর্বোচ্চ ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন।

তিনি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় একজন করোনা রোগী মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ২৬১টি স্যাম্পল টেস্ট করা হয়েছে। এরমধ্যে ১০৬ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।

পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে। বর্তমানে মোট ৯২৩ জন রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৩ জন এবং হোমে রয়েছেন ৮৮০ জন। এ পর্যন্ত ২৫ হাজার ৮৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত