দাঁড়াতে পারছেন না শুভ

| আপডেট :  ২৬ জুলাই ২০২১, ০৭:৩৫  | প্রকাশিত :  ২৬ জুলাই ২০২১, ০৭:৩৫

ঢাকাই সিনেমার হার্টথ্রব নায়ক আরেফিন শুভ। সিনেমায় চরিত্রের প্রয়োজনে বডি ট্রান্সফর্মেশন করে সিক্স প্যাক বানিয়েছেন তিনি। বহুল প্রতিক্ষীত ‘মোস্ট এক্সট্রিম’ সিনেমার জন্য এমন সুঠাম দেহ বানিয়ে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন এ অভিনেতা। সিক্স প্যাক বডি বানানোর জন্য কষ্ট সহ্য করতে হয়েছে তাকে। বডি বানানোর সময় পায়ে মারাত্মক চোট পান শুভ। সেসময় কয়েক মাস বেশ ভুগতে হয়েছিল তাকে। শুটিং তো দূরের কথা, কোনো কাজই করতে পারেননি। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং ফিরে আসেন লাইট-ক্যামেরার সামনে।

সম্প্রতি আবারও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে শুভর পায়ের সমস্যাটি। পায়ের ব্যথায় উঠে দাঁড়াতেও পারছেন না। শুভ জানান, ঈদের দু’দিন আগে থেকে তিনি দাঁড়াতে পারছেন না ঠিকমতো। একরকম বিছানায় শুয়েই তার দিন কাটছে।

শনিবার (২৪ জুলাই) রাজধানীর স্কয়ার হাসপাতালে এমআরআই করিয়েছেন শুভ। এটার ফল জানা যাবে আগামী ২৮ জুলাই। তার চিকিৎসা করছেন ব্রিগেডিয়ার জাহাঙ্গীর। এছাড়া তত্ত্বাবধানে আছেন ইনজুরি বিশেষজ্ঞ দেবাশীষ চৌধুরী।

আরো পড়ুন: বিবাহিত নায়কের সঙ্গে প্রেম করায় নিষিদ্ধ হন নায়িকা

শুভ বলেন, ‘চিকিৎসক দেড় ঘণ্টা সময় নিয়ে আমার পরীক্ষা করেছেন। কারণ বিষয়টা খুবই ভোগাচ্ছে আমাকে। গত প্রায় এক সপ্তাহ থেকে আমি দাঁড়াতেই পারছি না। সারাটাদিন বিছানায় থাকতে হচ্ছে। নড়াচড়াতেও সমস্যা হচ্ছে। বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ইনজুরি থেকে মুক্তি মিলবে।’

প্রসঙ্গত, আরিফিন শুভর হাতে রয়েছে বেশ কয়েকটি বিগ প্রজেক্ট। গত এপ্রিলেই তিনি শুটিং করে এসেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়পিকের। এছাড়া সম্পন্ন করে রেখেছেন দুই পর্বের ‘মিশন এক্সট্রিম’ সিনেমার কাজ। কিছু দিন আগে যুক্ত হয়েছেন ‘নূর’ নামের আরেকটি সিনেমায়। যেটা নির্মাণ করবেন রায়হান রাফি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত