পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে যাত্রী নেয়ার পথে ধরা
ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: করোনা মহামারীতে লকডাউনে সকল দূরপাল্লার বাস চলাচল বন্ধ। এ সুযোগে অনেক পণ্যবাহী ট্রাক ও মাইক্রোবাস চালক তাদের গাড়িতে গাদাগাদি করে যাত্রী পরিবহন করছেন। সোমবার রাত ১০টার দিকে পটুয়াখালীর দুমকি লেবুখালী ফেরীঘাটের কাছাকাছি এলাকায় এমনই দৃশ্য দেখা গেছে।
ঢাকা-পটুয়াখালী মহাসড়ক দিয়ে বেপরোয়া গতিতে ঢাকার উদ্দেশ্য একটি ট্রাক চলে যাওয়ার সময় সন্দেহ হলে ট্রাকটির পিছু নিয়ে কিছুদূর গিয়ে ট্রাকটি থামিয়ে। ড্রাইভার কেন দ্রুত যাচ্ছিল জানতে চাইলে ট্রাক ড্রাইভার বলেন, একটু তাড়া আছে তাই দ্রুত যাচ্ছিলাম। ট্রাকের ভিতরে কি আছে দেখতে চাইলে প্রথমে তেরপল খুলতে না চাইলেও পরে তেরপল সরিয়ে ফেলার পর ট্রাকের ভিতরে দেখা যায় অনেক মানুষ গাদাগাদি করে বসে আছে।
কোথায় যাচ্ছেন জানতে চাইলে কয়েকজন ট্রাকযাত্রী বলেন ঢাকায় যাচ্ছি। এভাবে কি ঢাকায় যাওয়া যায়?
যাত্রীদের এমন প্রশ্ন করলে তারা বলেন, ‘দূরপাল্লার বাস বন্ধ তাই আমরা এভাবে লুকিয়ে যেতে বাধ্য হচ্ছি ‘আমাদের ঢাকায় পৌঁছানো খুবই দরকার। অনেক্ষণ ধরে একটা গাড়ির অপেক্ষায় এখানে দাঁড়িয়ে আছি। কোন পরিবহণ না পেয়ে অনেক ভোগান্তি সহ্য করে গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রাকে উঠেছি। আগের ভাড়ার চেয়ে তিন চার গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে আমাদের।
স্বাস্থ্যবিধির কথা বল্লে তারা বলেন, ‘করোনার ভয়ে ঘরে বসে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে। তাই আমরা নিজ নিজ কর্মের সন্ধানে বের হয়েছি। প্রশাসনের নজর এড়াতে অনেক মাইক্রোবাস, পণ্যবাহী ও খালি ট্রাক রাতের আঁধারে দুই-তিনগুণ বেশি টাকা নিয়ে পটুয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে ঢাকা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় এভাবে যাত্রী বহন করছে বলে জানা গেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত