টানা বর্ষণ ও হঠাৎ ঝড়ে দুমকিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

| আপডেট :  ২৯ জুলাই ২০২১, ০৪:৩৮  | প্রকাশিত :  ২৯ জুলাই ২০২১, ০৪:৩৮

জুবায়ের ইসলাম সোহান, দুমকি, পটুয়াখালী থেকে: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় গত দু’দিন ধরে ঝড়ো বৃষ্টি হচ্ছে।টানা বৃষ্টির পর গতকাল ২৭/০৭/২১ইং রাত ৯টার দিকে হঠাৎ করে শুরু হয় ঘুর্ণিঝর। যা চলে রাত ১২টা পর্যন্ত। এতে পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন স্থানে ছোট-বড় অনেক গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে গিয়েছে। কোথাও কোথাও তার ছিঁড়ে গিয়েছে,গতকাল থেকে বন্ধ রয়েছে উপজেলার বিদ্যুৎ সংযোগ।

প্রচুর বৃষ্টিপাতের কারণে বহু ফসলী জমি তলিয়ে গেছে। অনেক বাড়ির উঠানে পানি জমেছে, ঘুর্ণিঝরে বহু গাছ উপরে পরে ঘরের উপরে তবেঁ এতে কেউ হতাহত হয়নি। উপজেলায় বহু মাছের ঘের তলিয়ে গেছে।

সৃষ্ট নিম্নচাপের কারণে টানা বৃষ্টি ও ঝড়ে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। টানা বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছের ঘের,মৌসুমী কৃষক ও আমন চাষিরা।

এছাড়া পায়রা-লোহালিয়া ও তেতুলিয়া প্রধান তিনটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নিম্নচাপ,ভারী বর্ষণ ও ঝড়ের ফলে নদীর পানি তিন ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।যার ফলে উপকূলের নিমাঞ্চলগুলো প্লাবিত হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত