চীন থেকে এলো ৩০ লাখ, অপেক্ষায় অ্যাস্ট্রাজেনেকা
চীন থেকে সিনোফার্মের মোট ৩০ লাখ টিকা তিনটি ফ্লাইটে দেশে এসেছে। আজ শুক্রবার প্রথম প্রহরে ও বৃহস্পতিবার রাতে এ টিকাগুলো ঢাকায় এসেছে। এদিকে আজ শনিবার রাতে ঢাকায় আসছে অ্যাস্ট্রাজেনেকার আরো সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান সরকার বাংলাদেশকে দিবে ৩০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা। তার অংশ হিসেবে আজ ওই টিকা দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে ২৪ জুলাই দুই লাখ ৪৫ হাজার ২০০ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে এসেছে। আগামী ৩ আগস্ট আরো ছয় লাখ টিকা আসার কথা রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআইয়ের প্রগ্রাম ম্যানেজার ডা. মাওলা বক্স জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভাড়া করা ফ্লাইটে ১০ লাখ ডোজ টিকা আসে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায়। পরে রাত ১টা ১৫ মিনিট এবং ভোর ৪টা ১৫ মিনিটে বিমানের আরো দুটি ফ্লাইটে ১০ লাখ ডোজ করে ২০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। এর মধ্যে ২০ লাখ ডোজ বেক্সিমকোর ওয়্যারহাউসে, বাকি ১০ লাখ ডোজ ইপিআই স্টোরেজে সংরক্ষণ করা হয়েছে।
চীন থেকে সিনোফার্মের টিকা নিয়ে বিমানের প্রথম ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সময় স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো. শামসুল হক সাংবাদিকদের বলেন, ‘এসব টিকা ওয়্যারহাউস থেকে চাহিদা অনুযায়ী বিভিন্ন জেলা ও উপজেলায় পাঠানো হবে।’
এখন ২৫ বছর বয়সীদেরও টিকা দেওয়া হচ্ছে, শুরুতে ছিল শুধু ৫৫ বছরের বেশি বয়সীদের জন্য। ৮ আগস্ট থেকে ১৮ বছর বয়সীরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবে। এখন শুধু শহরে টিকা দেওয়া হলেও ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়েও টিকাদান শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বাংলাদেশ ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার পর সিনোফার্মের টিকা কিনেছে। সেরাম ইনস্টিটিউটের টিকা বেক্সিমকোর মাধ্যমে কেনা হয়েছিল। সিনোফার্মের টিকা সরাসরি কিনছে সরকার। চীনা কম্পানিটির সঙ্গে দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, কেনা টিকার মধ্যে সব মিলিয়ে ৭০ লাখ ডোজ দেশে এসেছে। এ ছাড়া চীনের উপহার হিসেবে ১২ মে ও ১৩ জুন দুই চালানে আরো ১১ লাখ ডোজ পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে সিনোফার্মের টিকা এসেছে ৮১ লাখ ডোজ।
দেশে অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্ম ছাড়াও মডার্না, ফাইজারের টিকা এরই মধ্যে এসেছে। টিকা সরবরাহের বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে মডার্না ও ফাইজারের টিকা বিনা মূল্যে পাওয়া গেছে। সেরাম ইনস্টিটিউট থেকে টিকা পাওয়ার পর গত ৭ ফেব্রুয়ারি দেশে গণটিকাদান শুরু হয়। কিন্তু ভারত রপ্তানি বন্ধ রাখলে মাঝে টিকাদানের গতি ব্যাহত হয়। চীন থেকে কেনা এবং কোভ্যাক্সের টিকা আসার পর টিকাদানে আবার গতি ফেরে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত