নোয়াখালীতে করোনায় আরও মৃত্যু ৪, নতুন আক্রান্ত ২২১
নুরুন্নবী নবীন, নোয়াখালী থেকে: নোয়াখালী জেলায় গত ২৪ ঘন্টায় হাতিয়ায় একজন, সেনবাগ একজন, সোনাইমুড়ী একজন ও চাটখিল উপজেলায় একজনসহ আরোও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১৮৪জন। শনিবার (৩১ জুলাই) সকালে করোনা আক্রান্তের তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জানান, গত ২৪ঘন্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৭১৮টি নমুনা পরীক্ষা করে ২২১জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সদরে ৫৬, সুবর্ণচরে ১০, হাতিয়া-৪,বেগমগঞ্জে ৩৭, সোনাইমুড়ীতে ১৭, চাটখিল-১৮,সেনবাগে ২১, কোম্পানীগঞ্জে ২২ ও কবিরহাটে ৩৬জন রোগি সনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩০.৭৮শতাংশ।
জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫হাজার ৮১২জন। যার মধ্যে মারা গেছেন ১৮৪, আর সুস্থ্য হয়েছেন ৯হাজার ৬১০জন রোগী। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৬হাজার ১৮জন। শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৯২জন রোগী।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত