রক্তদানে কাশীপুর হোসাইনীনগর ফ্রেন্ডস ক্লাব

| আপডেট :  ৩১ জুলাই ২০২১, ০৬:৪৩  | প্রকাশিত :  ৩১ জুলাই ২০২১, ০৬:৩৮

সোহেল আহমেদ ভূঁইয়া, স্টাফ রিপোর্টার: আজ সকালে ভূইয়াপাড়া থেকে হারুন নামের একজনের ফোন আসলো হোসাইনী নগর সংগঠনের কাছে। একজন ডেলিভারি রোগির সিজারের অপারেশন এর জন্য ও পজিটিভ ব্লাড লাগবে । সংগঠনটির উদ্যোক্তা হাজী সোহেল রানা রক্ত দেওয়ার জন্য নিয়ে গেলেন সাংবাদিক বন্ধু রাজু খাঁনকে।

ক্রশ মেচিং করার পরে দেখা গেলো রোগির রক্তের গ্রুপ এ পজিটিভ। হাজী সোহেল রানা তখন তাৎক্ষণিকভাবে যোহর নামাজের আগে ফোন দিলেন হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের সহযোদ্ধা জান্নাতুল নাঈমকে।

জান্নাতুল নাঈম নারায়ণগঞ্জের মহানগর ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সমিশন সেন্টারে গিয়ে জীবনের ১ম বারের মত এ পজিটিভ রক্ত উপহার দিয়ে আসলেন। হোসাইনীনগর ফ্রেন্ডস ক্লাব সবসময় তাদের মানবিক কাজগুলো খুবই যত্ন সহকারে পালন করে থাকে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত