করোনায় সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মৃত্যু

| আপডেট :  ০১ আগস্ট ২০২১, ০৭:১০  | প্রকাশিত :  ০১ আগস্ট ২০২১, ০৭:১০

করোনা আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মঞ্জু নাজনীন রোজী (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (১ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় ২০ দিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঞ্জু নাজনীন রোজী পিজি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা গেছেন।

অ্যাডভোকেট মঞ্জু নাজনীন রোজী ঢাকা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। শোক প্রকাশ করে আইনজীবী সমিতি তার বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত