কঠোর লকডাউনের দ্বাদশ দিনে রাজধানীতে গ্রেফতার ৩৫৪

| আপডেট :  ০৩ আগস্ট ২০২১, ১০:৫৪  | প্রকাশিত :  ০৩ আগস্ট ২০২১, ১০:৫৪

কঠোর লকডাউনের ১২তম দিনে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৩৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছেন।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১২০ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে এক লাখ ৭৭ হাজার টাকা। অন্যদিকে ট্রাফিক বিভাগ ৫৩২টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে ১১ লাখ ২৩ হাজার টাকা।

করোনা সংক্রমণ কমাতে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত এই লকডাউন চলার কথা থাকলেও তা ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত