নারায়ণগঞ্জে ২৪ঘন্টায় করোনায় মৃত্যু ২, আক্রান্ত ২৬৪

| আপডেট :  ০৪ আগস্ট ২০২১, ০৪:৩১  | প্রকাশিত :  ০৪ আগস্ট ২০২১, ০৪:৩১

সোহেল আহমেদ ভূঁইয়া, স্টাফ রিপোর্টার: সারা বিশ্বের ন্যায় করোনা মহামারীর তৃতীয় ধাপে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে দুই জনের মৃত্যু হয়েছে।মারা যাওয়া ব্যাক্তি দুই জনেই পুরুষ। তাদের মধ্যে একজন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকার বাসিন্দা। তার বয়স ৫২ বছর।এবং অপর জন বন্দর উপজেলার বাসিন্দা।তার বয়স ৫৬ বছর। নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৪ জন এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা মোট ২৬৩ জন ।মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ২ শত ৬৬ জন। এ সময়ে নতুন সুস্থতার সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৪৪ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৯ শত ৫০ জন।আজ ৩ই আগস্ট মঙ্গলবার জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, ২রা আগস্ট সোমবার সকাল ৮ টা থেকে ৩ই আগস্ট মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টা হিসাবে ৯৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে আড়াইহাজার উপজেলায় ২৫ জন, বন্দর উপজেলায় ১৭ জন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৭৬ জন, রূপগঞ্জ উপজেলায় ৪৩ জন, নারায়ণগঞ্জ সদর এলাকায় ৫৫ জন এবং সোনারগাঁ উপজেলায় ৪৮ জন। এই পর্যন্ত মোট ১৩ লক্ষ ৭ হাজার ৯ শত ৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

পুরো জেলায় এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ১৭, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১২৯, রূপগঞ্জ উপজেলায় ১৫, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা)৪৯,সোনারগাঁও উপজেলায় ৪৯ জন।মোট মৃত্যু ২৬৩ জন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত