গোপালগঞ্জে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ৫
বাদল সাহা, গোপালগঞ্জ থেকে: গোপালগঞ্জের কাশিয়ানীতে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে সজল খন্দকার (৩৫) নামে পিকআপ চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো পাঁচ জন। আজ বুধবার (৪ আগষ্ট) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রীজের কাছে এ দূর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শ আবু নাঈম মো: মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
নিহত পিকআপ চালক সজল খন্দকার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের ফজর আলী খন্দকারের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শ আবু নাঈম মো: মোফাজ্জেল হক, কাশিয়ানী উপজেলার ধূসর ব্রীজের কাছে ঢাকা-খুলনা মহাসড়কের উপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো।
এসময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি পিকআপের চালক নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের পিছন দিক থেকে সজোড়ে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে পিকআপ চালক সজল নিহত হন ও ৫ যাত্রী আহত হন।
পরে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরিবারের আবেদনের প্রক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত