দেশে ২৪ ঘন্টায় আরও ২১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

| আপডেট :  ০৫ আগস্ট ২০২১, ০৬:২৩  | প্রকাশিত :  ০৫ আগস্ট ২০২১, ০৬:২৩

দেশে গত ২৪ ঘণ্টায় ২১৮ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ২০৮ জন। আগস্টে এ পর্যন্ত ১ হাজার ২৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৫৫ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১ হাজার ১২ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ৪৩ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৯০১ জন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত