সময় যতই লাগুক বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর করা হবে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, সময় যতই লাগুক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের মধ্যে যারা বিদেশে রয়েছেন তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি। আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় মন্ত্রী ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী ১৫ আগস্টকে সামনে রেখে শুধুমাত্র শোক পালন করলে চলবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, আমি শুধু এটুকু বলে রাখতে চাই, আমরা বঙ্গবন্ধুর খুনিদের সম্পর্কে জানি, তারা কে কোথায় আছে। আমরা তাদেরকে ধরে আনব এবং সেই চেষ্টা অব্যাহত আছে।
আইনমন্ত্রী বলেন, দেশে করোনা মহামারি চলছে। এ সময়ে উপজেলায় কোনো জনসমাগম ঘটিয়ে কাঙালি ভোজ না করে অসহায় হতদরিদ্র এক হাজার সেলুন ও চা-দোকানিকে খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, করোনার সংক্রমণের ঝুঁকি থাকায় লোক সমাগম করে শোক দিবস পালন না করে লকডাউনে কর্মহীন উপজেলার এক হাজার সেলুন, চা দোকানদার ও দর্জি পরিবারকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণসহ বিভিন্ন খাদ্য সহায়তা দেওয়া হবে। নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করার জন্য নেতাকর্মীদেরকে পরামর্শ দেন।করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে উপযুক্ত সবাইকে ভ্যাকসিন নিতে সহযোগিতা করার জন্য নিজ নির্বাচনী এলাকার যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দেন আইনমন্ত্রী।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার, পৌর মেয়র ও যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত