অফিস-আদালত খোলার বিষয়ে যা জানা গেলো

| আপডেট :  ০৮ আগস্ট ২০২১, ০৪:৫৭  | প্রকাশিত :  ০৮ আগস্ট ২০২১, ০৪:৫৭

চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১১ আগস্ট থেকে ধাপে ধাপে শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ রোববার (৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিধি-নিষেধ শেষে আগামী ১১ আগস্ট থেকে সরকারি-বেসরকারি অফিস-আদালত অল্প জনবল নিয়ে খোলা থাকবে। গত ৩ আগস্টের বৈঠকে চলমান বিধি-নিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ১১ আগস্ট থেকে ধাপে ধাপে শিথিল করার চিন্তাভাবনা চলছে।

১১ তারিখ থেকে অফিস-আদালত কতটা জনবল দিয়ে খুলবে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যত কম করা যায়, সে রকমই থাকবে। পর্যটনকেন্দ্র খোলা থাকবে কি না- জানতে চাইলে তিনি বলেন, পর্যটনকেন্দ্রগুলো মনে হয় এ মুহূর্তে খোলা হবে না। ধাপে-ধাপে, না এটা আরও পরে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এছাড়া ১০ আগস্টের পর সবকিছু ধাপে ধাপে খুলবে। দোকানপাটও খুলতে হবে। সকলে যেন স্বাস্থ্য বিধি মেনে চলে সেদিকে সতর্ক থাকবে। আমরা চাইবো প্রত্যেকেই যেন মাস্ক পরে।

এর আগে করোনার সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। ১১ আগস্ট থেকে খুলবে দোকানপাট, শপিংমল; চলবে গণপরিবহন, খুলবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস। গত ৩ আগস্ট ভার্চুয়ালি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়া হবে। ওইদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। স্বাস্থ্যবিধি মেনে ১১ তারিখ থেকে খুলবে অফিস।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত