করোনায় আক্রান্ত চিত্রনায়ক সাইমন

করোনায় আক্রান্ত চিত্রনায়ক সাইমন সাদিক। আজ রবিবার (৮ আগস্ট) নিজেই তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। সাইমন সাদিক গণমাধ্যমকে জানান, কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত আমি। ১ আগস্ট করোনার টিকা নিয়েছি। এর পরের দিন শরীরে জ্বর আসে। জ্বরের পাশাপাশি ঘ্রাণ না পাওয়ায় আজ পরীক্ষা করে জানতে পারলাম, করোনা পজিটিভ। শরীরে ব্যথা ও জ্বর আছে।
চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি। শরীরে জ্বর আসার পর থেকেই পরিবারের লোকজন থেকে আলাদা থাকছেন সাইমন। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এ অভিনেতা।
এর আগে সাইমনের মা-ও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি এখন সুস্থ। মায়ের সার্বক্ষণিক সেবা করেছেন সাইমন। তবে সাইমন জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই ঘরবন্দী সময় পার করছেন তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত