পরীমনিকাণ্ডে নায়ক মান্নার সেই সাক্ষাতকার ভাইরাল (ভিডিও)

| আপডেট :  ০৯ আগস্ট ২০২১, ০৩:০৬  | প্রকাশিত :  ০৯ আগস্ট ২০২১, ০৩:০৬

বিপুল মাদকসহ চিত্রনায়িকা পরীমনি র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। মাদক মামলায় বর্তমানে তিনি চারদিনের রিমান্ডে রয়েছেন। স্থগিত করা হয়েছে নায়িকার চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ। পরীমনিকাণ্ডে যখন দেশজুড়ে তোলপাড় ঠিক এমন সময়ে ভাইরাল হয়েছে প্রয়াত নায়ক মান্নার একটি সাক্ষাতকার।

জীবদ্দশায় একটি বেসরকারি টিভির অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বলেছিলেন, ‘পৃথিবীতে চলচ্চিত্র জগতের মতো স্বার্থপর কোনো জগত আর নেই। এখানে আমরা সবাই বাণিজ্যিক। হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, চাওয়া-পাওয়া সব মেকি। সিনেমার কেউ যদি বুকে হাত দিয়ে বলে, আমরা সবাই এক পরিবার; না, মিথ্যা। সবাই আলাদা।’

তবে নিজের বন্ধু প্রসঙ্গে মান্না বলেন, ‘আমার একটাই বন্ধু আছে, সে হচ্ছে আমার ফাইট ডিরেক্টর মোসলেম ভাই। তিনি আমার পরিবারের সদস্য। যিনি আমার সুখের সময়ও পাশে ছিলেন, দুঃখের সময়ও পাশে ছিলেন।’

ঢাকাই সিনেমার অন্যতম সফল নায়ক মান্না। ২৪ বছরের ক্যারিয়ারে প্রায় তিন শতাধিক ছবি উপহার দিয়েছেন। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত