নারায়ণগঞ্জে করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৪

| আপডেট :  ০৯ আগস্ট ২০২১, ০৫:২০  | প্রকাশিত :  ০৯ আগস্ট ২০২১, ০৫:২০

সোহেল আহমেদ ভূঁইয়া, স্টাফ রিপোর্টার: কোভিড-১৯ আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ জেলায় আবারও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। আর নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে আরো ২৬৪ জন। যা রবিবারের চেয়ে ৮৭ জন বেশি আক্রান্ত হয়েছে।
সোমবার সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের করোনা বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় জানান, ‘সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ জেলায় ১ হাজার ৬৩ জনের নমুনা সংগ্রহ করে ২৬৪ জন পজেটিভ শনাক্ত হয়েছে। ফলে প্রতি শতক হিসেবে গড়ে ২৪ দশমিক ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩জন। সুস্থ হয়েছেন ১৯৫জন। এ নিয়ে জেলায় ১ লাখ ৪৩ হাজার ৭২৯ জনের নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে ২১ হাজার ৫৬৭ জন। আর সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৯৫ জন। এখনও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ২৯১ জন।

নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ জানান, ‘করোনা আক্রান্ত হয়ে ৩ জন নারায়ণগঞ্জ কোভিড ডেডিকেটেট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মধ্যে সিটি করপোরেশন এলাকার একজন নারী ও একজন পুরুষ। পুরুষ আরেকজন সোনারগাঁও উপজেলার বাসিন্দা। তাদের বয়স ৩৩ থেকে ৭০ এর মধ্যে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত