পদ্মা সেতুতে ফেরির ধাক্কা: মাস্টার ও সুকানি বরখাস্ত
পদ্মা সেতুর খুঁটির সঙ্গে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার ঘটনায় ফেরির মাস্টার মো. দেলোয়ারুল ইসলাম ও সুকানি মো. আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা বলেন, কর্তৃপক্ষ মনে করছেন দায়িত্বপূর্ণ কর্মচারী হিসেবে ফেরিটি সাবধানতার সঙ্গে পরিচালনা করা তাদের উচিত ছিল। তাদের এই কার্যকলাপ কর্মচারী নিয়মশৃঙ্খলার পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। এজন্য তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিআইডব্লিউটিসি পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম মিশা।
বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি) মো. রাশেদুল ইসলামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (মেরিন) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী, পরিচালক (নৌসংরক্ষণ ও পরিচালন) মো. শাহজাহান, সহকারী মহাব্যবস্থাপক মো. রুবেলুজ্জামান ও সহকারী মহাব্যবস্থাপক আহম্মদ আলী।
কমিটিকে তিনদিনের মধ্যে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সোমবার সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের ফেরিটি পদ্মা সেতুর ১০ নম্বর খুঁটিতে ধাক্কা দেয়। এতে খুঁটি সামান্য ক্ষতি হয় এবং ২৭টি যানবাহন ভর্তি রো রো ফেরিটির পেছনের অংশের তলা ফেটে হুঁ হুঁ করে পানি ঢুকতে শুরু করে। ফেরিটিতে পানি ওঠা অবস্থায় দ্রুত শিমুলিয়ার ২ নম্বর ঘাটে নোঙর করা হয়।
একইসঙ্গে তলব করা হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিশেষ ব্যবস্থায় পাম্প লাগিয়ে পানি অপসারণ ও একইসঙ্গে ফেটে যাওয়া তলা মেরামতের কাজ শুরু করে। পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কার সময় ফেরিতে থাকা একটি ট্রাকের চাপায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। এতে দুইজন আহত হন।
এর আগে গত ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়ায় আসার পথে একটি ফেরি পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারে আঘাত করেছিল।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত