বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে দুমকিতে সেলাই মেশিন বিতরণ
দুমকি (পটুয়াখালী) থেকে: পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও গরীব অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (৮ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিনি অডিটরিয়ামে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,দুমকি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম প্রমূখ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত