ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের আরও পৌনে ১৮ লাখ ডোজ টিকা
চীন থেকে সিনোফার্মের আরও ১৭ লাখ ৭০ হাজার ডোজ করোনার টিকার চালানটি ঢাকায় পৌঁছেছে। আজ বুধবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকায় চীনা দূতাবাস কর্মকর্তা হুয়ালং ইয়ান তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ১.৭৭ মিলিয়ন ডোজ টিকা নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হয়। এটি দোয়া হয়ে ঢাকায় পৌঁছাবে।
এর আগে আজ বুধবার (১১ আগস্ট) জানা যায়, চীন থেকে আরও ৬ কোটি ডোজ টিকা কিনবে বাংলাদেশ। সিনোফার্মের ওই টিকা কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি ২৭তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, সিনোফার্ম থেকে ৬০ মিলিয়ন (৬ কোটি) ডোজ ভ্যাকসিন ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। হিসাব করে দেখা গেছে দেশের ১৩ কোটি ৮২ লাখ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে হবে। তার জন্য ২৭ কোটি ৬৫ লাখ ভ্যাকসিন কিনতে হবে। এরই মধ্যে ২ কোটি ৫৫ লাখ ডোজ টিকা আমাদের হাতে আছে। বাকিটাগুলো সংগ্রহ করতে হবে। আজকে ৬ কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বাকিটা পর্যায়ক্রমে আনা হবে। ভ্যাকসিনের দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন দাম বলব না। তবে এটুকু বলা যায়, আগের নির্ধারতি যে দাম আছে তার চেয়ে বাড়েনি।
সবমিলিলে ২৭ কোটি ডোজ টিকার জন্য সরকারের কত টাকা লাগতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রাইসটি আমাদের কাছে নেই, কারণ বাকিগুলো নিয়ে এখনো নেগোসিয়েশন চলছে। প্রাইস ফাইনালাইজড (চূড়ান্ত) হলে আমরা এ বিষয়ে বলতে পারব। প্রাইস (মূল্য) এখনো ফাইনালাইজড হয়নি, সে কারণে এটা আমরা বলতে পারছি না।
এর আগে, সিনোফার্ম থেকে ১ দশমিক ৫ কোটি ডোজ ভ্যাকসিন কিনেছে সরকার। যার মধ্যে ৭০ লাখ ডোজ বাংলাদেশ পেয়েছে। তবে, চীন থেকে এখন পর্যন্ত পাওয়া গেছে ৮১ লাখ ডোজ। যার মধ্যে ১১ লাখ ডোজ উপহার হিসেবে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত