করোনার ভয়াবহতা নিয়ে যা বললেন হেলথ ডিজি
করোনার ভয়াবহতা সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশের স্বাস্থ্য বিভাগ। সমস্যা সমাধানে হাসপাতালগুলোর শয্যা বাড়ানো হয়েছে। এখন হাসপাতালগুলোর শয্যা আর বাড়ানো সম্ভব হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের করোনা ও ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, আমরা ডিএনসিসিতে (ঢাকা উত্তর সিটি করপোরেশন) এক হাজার শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতাল তৈরি করেছি। সম্প্রতি বঙ্গমাতা ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। প্রতিটি জিনিসেরই সীমাবদ্ধতা রয়েছে। আমাদেরও রয়েছে। এর বাইরে গিয়ে আর হাসাপাতালে শয্যা বাড়ানো সম্ভব হবে না। তিনি আরও বলেন, মহামারি করোনাভাইরাস যাতে আর না বাড়ে, সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলবে হবে। করোনা বেড়ে গেলে সামাল দেওয়া যাবে না।
এ ছাড়া ডেঙ্গু প্রসঙ্গে স্বাস্থ্যের ডিজি খুরশিদ আলম আরও বলেন, ডেঙ্গু হলে নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। তবে, ডেঙ্গু যাতে না হয়, সেজন্য সিটি করপোরেশনকে কাজ করতে হবে। তিনি বলেন, ‘সিটি করপোরেশনের সঠিক তৎপরতা এবং নাগরিকদের সচেতনতা না থাকায় ডেঙ্গু ভয়াবহ আকারে ছড়াচ্ছে। করোনা মহামারির এই সময়ে ডেঙ্গু চিকিৎসা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একসঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া ও করোনা আক্রান্ত রোগী মিলছে। করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণ না করা গেলে চিকিৎসা ব্যবস্থাপনার ওপর চাপ আরও বাড়বে বলেও আশঙ্কা করেন স্বাস্থ্য ডিজি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ বিল্লাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহসহ স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত