প্রিমিয়ার লিগ ফুটবলে মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে জয়ী বাংলাদেশ পুলিশ

| আপডেট :  ১৩ আগস্ট ২০২১, ১১:৫৮  | প্রকাশিত :  ১৩ আগস্ট ২০২১, ১১:৫৮

সোহেল আহমেদ ভূঁইয়া, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বাংলাদেশ পুলিশ এফসি মুক্তিযোদ্ধা সংসদকে ৩-১ গোলে হারিয়ে জয় লাভ করেছে। বাংলাদেশ পুলিশ এফসি এবং মুক্তিযোদ্ধা সংসদের মধ্যকার এ ম্যাচ আজ সন্ধ্যা সোয়া ছয়টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশ এফসির পক্ষে একাই ৩টি গোল করতে সক্ষম হয়েছেন কোয়াকো। খেলার ৯০ মিনিটের মাথায় পেনাল্টিতে ১টি গোল করেন মুক্তিযোদ্ধা সংসদের স্ট্রাইকার বালু ফামুচা।

লিগে এ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ এফসির অর্জিত পয়েন্ট ২২ । বাংলাদেশ পুলিশ ২০টি ম্যাচে ৫টিতে জয়লাভ করেছে, ড্র করেছে ৭টি খেলায়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত