গোপালগঞ্জে হয়রানী থেকে বাঁচতে আমেরিকা প্রবাসীর সংবাদ সম্মেলন
বাদল সাহা, গোপালগঞ্জ থেকে: গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমিদস্যূ নিলকমল বালার মিথ্যা মামলা থেকে রেহায় পেতে ও ক্রয়কৃত জমি বাঁচাতে সংবাদ সম্মেলন করেছেন আমেরিকা প্রবাসী জন শ্রীকান্ত বাড়ৈ। আজ শনিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গ্রামের নিজ বাড়ীতে তিনি এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমেরিকা প্রবাসী জন শ্রীকান্ত বাড়ৈ বলেন, বানিয়ারচর মিশন সংলগ্ন ক্রয়কৃত ১৩ শতাংশ জমিতে ১০টি দোকান নির্মান করে ভোগ দখল করে আসছিলেন তিনি। কিন্তু একই উপজেলার কলিগ্রামের কালিপদ বালার ছেলে ভূমিদস্যু নিলকমল বাল ওই জায়গা তার নিদের দাবী করে হয়রানী করে আসছে। জায়গা দখল করতে গাছ কাটার মিথ্যা মামলা দিয়ে তাকে জালে খাটিয়েছে বলে তিনি আয়োগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, মামলাটি মিথ্যা হওয়ায় বিজ্ঞ আদালত তাকে রেহায় দিয়ে এ মামলা খারিজ করে দেয়ার পর থেকে নানাভাবে হুমকি দিয়ে নিলকমল। তার জমি বাঁচাতে ভূমিদস্যূ নিলকমল বালা ও তার দোসরদের শাস্তির দাবী জানান তিনি।
এ সংবাদ সম্মেলনে এলাকাবাসী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত