ইলিশ শিকারে জেলেদের মুখে হাসি
ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: সাগরে রূপালী ইলিশ জেলেদের মুখে হাসির ঝিলিক পটুয়াখালীর মহিপুরের একটি মাছের আড়দে বিক্রির জন্য তোলা হচ্ছে রূপালী ইলিশ। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া জেলেদের জালে অবশেষে দেখা মিলেছে রুপালী ইলিশের। অধিকাংশ মাছধরা ট্রলার খালি ফিরলেও কিছু কিছু ট্রলারের জেলেদের জালে ইলিশ ধরা পড়ায় প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে মৎস্য বন্দর মহিপুর-আলীপুরে। গত দু’দিনে সমুদ্র থেকে ইলিশের ঘাটে ফেরার এমন খবরে জেলে পল্লীর পরিবার গুলোর মধ্যে দীর্ঘদিন ধরে চলমান হতাশা কিছুটা কমল। তবে এটি আশানুরূপ ইলিশ ধরা পড়ছে না বলে মনে করছেন ইলিশের আড়ৎদার, জেলে ও ট্রলার মালিকরা।
মহিপুর-আলীপুর মৎস্য বন্দর সূত্র জানায়, গত দু’দিনে বেশ কিছু ইলিশ বোঝাই ট্রলার ঘাটে ফিরেছে। এদের মধ্যে চট্রগ্রামের মহেষখালী এলাকার সাদেক মিয়া’র এফবি আল্লাহ্র দান বড় সাইজের ৮ হাজার পিস ইলিশ বিক্রি করেছে ১৩ লাখ টাকায়। আলীপুর মৎস্য বন্দরের সোবাহান খলিফা’র মালিকানাধীন ট্রলার ২০ লাখ টাকা, মোস্তফা খলিফার এফবি জাবের ১৫ লাখ টাকা, আহসানের এফবি ঝিলিক ১৮ লাখ টাকা, মনি ফিসের জলিল ঘরামির এফবি মনি ৩০ লাখ টাকা এবং মহিপুর মৎস্যবন্দরের ফজলু গাজীর মালিকানাধীন এফবি ফয়সাল ১৫ লাখ টাকা, আনোয়ারের মাছ ধরা ট্রলার বিক্রি করেছে ১২ লাখ ৫০ হাজার টাকা। মোঃ মনিরুল ইসলামের মালিকানাধীন কক্সবাজার ফিসের এফবি আল্লাহ্র দান ২ লাখ ৮৫ হাজার টাকার ইলিশ বিক্রি করেছে।
বর্তমানে প্রতিমন বড় সাইজের ইলিশ ৪০-৪৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ৭’শ থেকে ৮’শ গ্রাম সাইজের ইলিশ প্রতিমন ২৪-২৫ হাজার টাকায় এবং প্রতিমন জাটকা ইলিশ ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে বলে মৎস্য বন্দরের বিভিন্ন আড়ৎদারদের সাথে কথা বলে জানা গেছে।
আলিপুর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আনছার উদ্দীন মোল্লা সাংবাদিকদের জানান, সমুদ্র থেকে গত দু’দিনে ইলিশ আসতে শুরু করেছে। তবে তাও আশানুরূপ নয় বলে উল্লেখ করে তিনি বলেন, শতকরা ৮/১০টি মাছধরা ট্রলার কাঙ্খিত ইলিশ বিক্রি করতে পেরেছে। বাকী মাছধরা ট্রলার গুলো সমুদ্র রসদ নিয়ে যাওয়া আসার ব্যয় তুলতে পারছে না।
মহিপুর মৎস্য বন্দরের কক্সবাজার ফিস’র মালিক মো: মনিরুল ইসলাম বলেন, গভীর সমুদ্র থেকে ফেরা চট্রগ্রাম এলাকার কিছু ট্রলার কাঙ্খিত ইলিশ পেয়েছে। স্থানীয় জেলেরা এখনও ইলিশ পায়নি। তবে সমুদ্রে ইলিশের দেখা মিলেছে এটাই খুশীর খবর।
বরিশাল মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক মো: কামরুল ইসলাম বলেন, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত কারনে পৃথিবীর সকল প্রাণীকূলের জৈবিক ক্রিয়া-প্রক্রিয়া, প্রজনন কর্মকান্ডের সময়কাল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ইলিশও এর বাইরে নয়। বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের কারনে ইলিশের প্রজনন সময়েও কিছুটা পরিবর্তন এসেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত