ই-অরেঞ্জের গ্রাহকদের পাশে নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন

| আপডেট :  ১৮ আগস্ট ২০২১, ০৫:২০  | প্রকাশিত :  ১৮ আগস্ট ২০২১, ০৫:২০

১হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অয়েঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক এই আদেশ দেন।

এদিকে ইঅরেঞ্জের প্রতারণা নিয়ে ফেসবুক লাইভে কথা বলছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেন, ইঅরেঞ্জের নামে একটি প্রতিষ্ঠান অর্ধেক দামে গ্রাহকদের পণ্য দিবে বলে টাকা নিয়ে ভেগে গেছে। দুইজনকে নাকি পুলিশ ধরেছে। তবে গ্রাহকদের উদ্দেশ্য তাদের সাজা দেওয়া না টাকাটা ফেরত পাওয়া। আমি তাদের প্রশ্ন করেছি এই রকম ফাঁদে পড়লেন কিভাবে।

তিনি বলেন, গ্রাহকরা তারা আসছেন মামলা করতে। মামলা করতে করতে টাকা যদি চলে যায়, বাংলাদেশের বাস্তবতায় মামলা করে টাকা ফেরত নিয়ে আসা অনেক কষ্টকর। আমি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুরোধ করবে যে আপনারা এই তাদের (গ্রাহকদের) অভিভাবক, এই টাকাগুলো উদ্ধারের দায়িত্ব কিন্তু আপনাদের। এর একটা ভুল করে ফেলেছে।

তিনি আরও বলেন, আমার চাই দেশে ই-কর্মাস প্লাটফর্ম অনেক বড় হোক। কিন্তু প্রতিদিনই যদি মানুষের নিঃস্ব হওয়ার গল্প শোনা যায় তাহলে ই-কর্মাসের ব্যাপারে মানুষের আর বিশ্বাস থাকবে না। তিনি বলেন, আমি বাংলাদেশ ব্যাংককে বলবো ইঅরেঞ্জের অ্যাকাউন্ট যেন নজরে রাখে। যেন এই টাকাটা যেন ট্রান্সফার না করেতে পারে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত