একদিনে ৩০৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

| আপডেট :  ১৮ আগস্ট ২০২১, ০৮:২২  | প্রকাশিত :  ১৮ আগস্ট ২০২১, ০৮:২২

করোনা মধ্যেই দেশে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩০৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩০৬ জন। এর মধ্যে ঢাকাতেই ২৭৩ জন। আর ঢাকার বাইরের রয়েছেন ৩৩ জন।

এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৩ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১১০ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে রােগী ভর্তি আছেন ৮৩ জন। গত ১ জানুয়ারি থেকে আজ ১৮ আগস্ট পর্যন্ত হাসপাতালে সর্বমােট রােগী ভর্তি হয়েছে ৬ হাজার ৯৫৬ জন। তাদের মধ্য থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন পাঁচ হাজার ৭৩৩ জন রোগী।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত ৩০ জনের মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে চারজনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এডিসের লার্ভা বেশি পাওয়া যায় নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি, প্লাস্টিকের ড্রাম, বালতি, পানির ট্যাংক, বাড়ি করার জন্য নির্মিত গর্ত, টব, বোতল ও লিফটের গর্তে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত