‘ইউএনও’র বাসায় হামলাকারীদের ছাড় দেয়া হবে না’

| আপডেট :  ১৯ আগস্ট ২০২১, ০৮:৫৯  | প্রকাশিত :  ১৯ আগস্ট ২০২১, ০৭:৩৭

বরিশালের ইউএনওর বাসায় হামলার ঘটনায় অপরাধীদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে শোক দিবসের অনুষ্ঠানে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ঘটনার ভিডিও ফুটেজ দেখে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও জানিয়েছেন, ইউএনও মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনায় দোষী ও প্ররোচনাকারীদের শাস্তি হবে।

রাতের বেলায় ব্যানার-পোস্টার ছেড়া নিয়ে তুলকালাম বরিশাল সদরে। হামলা হয় ইউএনও’র বাসায়। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বরিশাল থেকে সব রুটের বাস ও লঞ্চ চলাচল ৬ ঘণ্টা বন্ধ থাকে। থমথমে অবস্থা বিরাজ করছে শহরে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত