জেলে জালে বিরল প্রজাতির সামুদ্রিক গোলপাতা মাছ, দেখতে জনতার ভিড়
ইসরান হোসেন,পটুয়াখালী থেকে: পটুয়াখালীর গলাচিপার জেলেদের জালে ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের দুস্প্রাপ্য একটি গোলপাতা মাছ। বৃহস্পতিবার সকালে জেলার গলাচিপা পৌর বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন উপজেলার গোলখালী গ্রামের জেলে সাগর মাঝি।
উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে বুধবার জেলেদের জালে এই মাছটি ধরা পড়ে। সাত ফুট দৈর্ঘ্য এবং দুই ফুট প্রস্থের সামুদ্রিক মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক মানুষ। স্থানীয় এক ব্যবসায়ী মাছটি পাঁচ হাজার টাকায় ক্রয় করে নিয়েছেন।
গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল নবী বলেন, পিঠের অদ্ভুদ কাটার জন্য স্থানীয় জেলেদের কাছে এটি গোলপাতা মাছ নামে পরিচিত হলেও এটি এক ধরনের সেইল ফিশ। গভীর সাগরে এদের বিচরন। মাঝেমধ্যে অগভীর সাগরে চলে আসে। খেতে খুব সু-স্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত