বাবুনগরীর জানাজা সম্পন্ন, দাফন নিজ গ্রামে
হাজারো ভক্ত, ছাত্র শিক্ষক ও মুসল্লীদের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা। বৃহস্পতিবার ( ১৯ আগস্ট) রাত ১১টায় হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আলেম ও মুসল্লীরা অংশগ্রহণ করেন।
এর আগে, বাবুনগরীর জানাজায় অংশ নিতে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় ভিড় করতে থাকেন হেফাজত নেতাকর্মীসহ অসংখ্য মানুষ।
জানাজা শেষে হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফীর কবরের পাশেই দাফন করার কথা থাকলেও পরে বৈঠক করে গ্রামের বাড়ি ফটিকছড়ির বাবুনগর গ্রামে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান হেফাজতে ইসলামের বর্ষীয়ান এই নেতা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত