আফগান সংকটের মধ্যেই এশিয়া সফরে কমলা

| আপডেট :  ২২ আগস্ট ২০২১, ০৬:০২  | প্রকাশিত :  ২২ আগস্ট ২০২১, ০৬:০২

আফগানিস্তানে চরম অস্থিরতার মধ্যে রোববার এশিয়া সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এমন একটি সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এশিয়া সফরে আসছেন, যখন তালেবান হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রসহ বিদেশি নাগরিকরা দেশে ফিরতে ছুটছেন কাবুল বিমানবন্দরের দিকে। খবর এনডিটিভির।

কমলা হ্যারিস তার এশিয়া সফরে সিঙ্গাপুর ও ভিয়েতনামে মার্কিন সহযোগীদের সঙ্গে আফগান পরিস্থিতি নিয়ে আলাপ করবেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে যাতে মার্কিন সেনা এবং নাগরিকরা কাবুল ত্যাগ করতে পারেন, এ ব্যাপারেও আলোচনা করবেন কমলা।

আঞ্চলিক মিত্রদের সঙ্গেই আছে যুক্তরাষ্ট্র— এ বার্তা দিতেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এশিয়া সফর করছেন বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

ভারতীয় বংশোদ্ভূত কমলা রোববার সিঙ্গাপুর বিমানবন্দরে অবতরণ করেন। সোমবার থেকে তিনি আঞ্চলিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত